ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে ৯ মামলার পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জের নির্দেশে এস আই সবুর, এস আই সৈকত, এস আই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চান্দলা ইউনিয়ন শশীদল ইউনিয়ন ও মাধবপুর ইউনিয়নের নিজ নিজ বাড়ী থেকে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃতরা হলেন শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সৈয়দ আলীর ছেলে মালুমিয়া (৩০) একই ইউনিয়নের মানরা গ্রামের কামাল হোসেনের ছেলে রাকিব (২৭) মাধবপুর ইউনিয়নের ধদিখলা গ্রামের খোরশেদ আলমের ছেলে ফারুক (৩০) এবং চাম্দলা ইউনিয়নের দলগ্রাম এলাকার চুরি ও মাদকসহ ৯ মামলার আসামি বাচ্চু মিয়ার ছেলে আল আমিন ( ৩০) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজিদুল ইসলাম সততার নিশ্চিত করে বলেন আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.