ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান পরিচালনা করে ৬ নভেম্বর বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার নামক স্থান থেকে গাঁজাসহ আলী হোসেন সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানায়, বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানার এস আই অমর্ত্য মজুমদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সেনের বাজার আলী হোসেনের দোকান থেকে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আলী হোসেন (৫০) বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা গ্রামের রঞ্জন মিয়ার ছেলে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলী হোসেন সোহাগের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.