সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের পাশের সেলিম মার্কেটের একটি কক্ষ থেকে জিহাদ ইসলাম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রবাস ফেরত ছিলেন।
শনিবার (২৮ জুন) সকালে স্থানীয় লোকজন মার্কেটের ভেতরে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত জিহাদ ইসলাম উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডেঙ্গুর বাড়ির বাসিন্দা আব্দুল বারেকের ছেলে। তিনি কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন। দেশে ফিরে গোপালগঞ্জ জেলার এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর স্ত্রী শ্বশুরবাড়ি চলে গেলে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া ও মান-অভিমান লেগে থাকত।
পরিবার ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই শুক্রবার (২৭ জুন) গভীর রাতে সেলিম মার্কেটের ভেতরে একটি কক্ষে ফ্যানের হুকের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন জিহাদ।
সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী জানান, “জিহাদ ইসলাম আমাদের ইউনিয়নের একজন প্রবাস ফেরত যুবক। তিনি দেশে ফিরে ডিস লাইন সংযোগের কাজ করতেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”
ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য বলেন, “ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.