ব্যাপার (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল ১৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ শশীদল
নারায়নপুর (উত্তরপাড়া) মোঃ জসিম উদ্দিন (৫০) এর বসত ঘর হইতে ১২ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়নপুর (উত্তরপাড়া) মোঃ জসিম উদ্দিন (৫০) এর বসত ঘরে মাদক মজুত রয়েছে। এসময় পুলিশ জসিম উদ্দিনের বসত ঘরে প্রবেশের জন্য দরজা খোলার জন্য ধাক্কা দিলে, জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে জসিম উদ্দিন সহ খুচরা গাঁজা কিনতে আসা আরো তিন জনকে পুলিশ আটক করে। এসময় পুলিশ তার বসত ঘরের খাটের নিচ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
আটকৃত আসামিরা হলেন উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ জসিম উদ্দিন (৫০), একই এলাকার মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আক্তার হোসেন (৪২), আশাবাড়ী গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম প্রকাশ টেইলার্স নজরুল (৪৫), একই এলাকার মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩৫)। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। তাদেরকে পুলিশ যথাযথ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.