ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের উদ্যোগে শনিবার ২৭ সেপ্টেম্বর এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ খন্দকার শাহজালাল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং- ব্রাহ্মণপাড়া উন্নয়ন পরিষদের সভাপতি ডক্টর মোবারক হোসাইন।
প্রধান অতিথি তার আলোচনায় উল্লেখ করেন শিক্ষা ব্যবস্থায় নৈতিক মান থাকা প্রয়োজন।সময় এসেছে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর।এক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিকুলাম প্রণয়নে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ কে মূল্যায়ন করে শিক্ষা নীতি প্রণয়ন করে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদান কর্মসূচি গড়ে তোলা।
এছাড়া শিক্ষক সমাবেশে উপস্থিত থেকে আরো ও বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের উপদেষ্টাবৃন্দ যথাক্রমে অধ্যাপক আলমগীর সরকার, মোঃআবদুল আউয়াল,হাফেজ মিজানুর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী,বাংলাদেশ কারিগরি শিক্ষা বিভাগের জেনারেল সেক্রেটারী ও ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজীর অধ্যক্ষ মোঃ আবু তাহের,মাওলানা রেজাউল করিম ও মাওলানা আনিসুর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.