
মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা
শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌলস্থ ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে ‘ডায়াবেটিস ও সুস্থতা: কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যের আলোকে
সমিতির সভাপতি এড. আ.হ.ম তাইফুর আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম।
১৪ নভেম্বর,শুক্রবার
সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত
প্রায় দুইশত রোগীর
বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সমিতির সভাপতি এড. আ.হ.ম তাইফুর আলমের ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান বক্তা ও সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম।
নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার, চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাবার বড়ি বা ইনসুলিন সেবন ও চেকআপ করে সুস্থ-কর্মক্ষম জীবন উপভোগের জন্য বক্তারা পরামর্শ দেন।
অনুষ্ঠানে সিনিয়র মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বীথি, মেডিকেল অফিসার ডা. রিয়াদ, সমিতির জীবন সদস্য জাকির মাষ্টারসহ বিপুলসংখ্যক রোগী-স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার এসিআই’র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























