ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে অভিযান চালায়। এসময় একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.