জাকারিয়া জাকির, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর রাব্বি (১৬) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চড় দেওয়ায় বন্ধুর হাতে তিনি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ জুন) বিকেলে জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে রাব্বির মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাব্বি শহরের মেড্ডা আরামবাগ এলাকার মানিক মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গত ১৭ জুন রাতে মোবাইল কেনাবেচার কথা বলে বাড়ি থেকে বের হয় রাব্বি। এরপর তার কোনো সন্ধান না পাওয়ায় রোববার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পর তদন্তে নামে পুলিশ। তদন্তকালে রাব্বি নিখোঁজের পেছনে তার বন্ধু ফুলবাড়িয়া এলাকার সাগরের (১৯) সংশ্লিষ্টতা পাওয়া যায়। রোববার রাতেই সাগরের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
তিনি বলেন, সোমবার সকালে সাগরের মা লিলি বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি জানান, রাত ২টার পর সাগরের সঙ্গে তার কথা হয়েছে। এ সময় সাগরের মায়ের মোবাইল ফোনে একটি কল রেকর্ড পাওয়া যায়। রেকর্ডে সাগর তার মাকে বলেন, রাব্বি তাকে একবার চড় দিয়েছিল তাই তাকে মেরে এলাকার একটি বাড়িতে ফেলে দিয়ে ঢাকায় পালিয়ে গেছে। কল রেকর্ড অনুযায়ী তল্লাশি করে পশ্চিম ফুলবাড়িয়ার একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। সাগরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.