ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে তিন জুতা দোকানিকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের ফরিদুল হুদা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান।
এ বিষয়ে মেহেদী হাসান জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারের দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত অভিযান চালানো হয়। এসময় বেশি দামে জুতা বিক্রির দায়ে গোল্ডেন মাইলকে ৫ হাজার ও এলিগ্যান্স ফুটওয়্যারকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপ্রিন্ট নামের একটি জুতার দোকান স্টেপ ব্যান্ডের সাইনবোর্ড ব্যবহার করে অন্য জুতা বিক্রয় করে আসছিল। ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে ফুটপ্রিন্ট জুতার দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযুক্ত দোকানদাররা জরিমানার টাকা পরিশোধ করেছেন। তাদের সর্তক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.