ব্রুনাই প্রতিনিধি
ব্রুনাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোট নিবন্ধন কার্যক্রম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রচার–প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৯ নভেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রুনাই বিএনপির নেতৃবৃন্দ এ কার্যক্রম শুরু করেন। এই উদ্যোগের ফলে এই প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন—যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত এ অনুষ্ঠানে নেতারা বলেন, দীর্ঘদিন পর প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় বিদেশে থাকা বাংলাদেশের নাগরিকরা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।
ব্রুনাই বিএনপির আহ্বায়ক মোঃ শাহজালাল মাসুদ বলেন,
“প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অপরিসীম অবদান রাখছেন। এবার তাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় গণতান্ত্রিক অধিকার আরও দৃঢ় হবে। এটি দেশের জন্য যেমন ইতিবাচক, তেমনি প্রবাসীদের জন্যও ঐতিহাসিক একটি মুহূর্ত।”
ব্রুনাই বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সালেহ বলেন,
“অনেক প্রবাসী প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। আমরা তাদের তথ্যসেবা, পরামর্শ ও নিবন্ধন–সহায়তা দিতে মাঠে কাজ করছি। এই সুযোগ যেন কেউ হারিয়ে না ফেলেন—সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।”
যুগ্ম সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান সোহান বলেন,
“প্রবাসীরা ভোট দিতে পারবে—এ খবর তাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রবাসীদের কাছে পৌঁছে নিবন্ধন–সহায়তা প্রদান করতে আমরা পরিকল্পিত কার্যক্রম পরিচালনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের মাঝে সচেতনতা বাড়াতে ক্যাম্প স্থাপন, তথ্যসেবা প্রদান এবং ভোট নিবন্ধন–সংক্রান্ত সকল কাজ নিয়মিতভাবে চলবে।
অনুষ্ঠানের শেষে নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করে দোয়া–মোনাজাত করেন। দেশের শান্তি, স্থিতি ও গণতন্ত্রের অগ্রগতির জন্যও প্রার্থনা করা হয়।
নেতারা আশা প্রকাশ করেন—এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণের নতুন দিগন্ত খুলে দেবে এবং দেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.