চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, পরস্পরকে শুভেচ্ছা জানান।
নিজের শুভেচ্ছাবার্তায় লি ছিয়াং বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নেন ওপর যথেষ্ট গুরুত্ব দেয় তার দেশ। চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর সুযোগে, বাংলাদেশের সাথে চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করতে চায় এবং দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ক্রমাগতভাবে উন্নত করতে চায়।
ড. মুহাম্মদ ইউনূস তার বার্তায় বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫০ বছরে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হয়েছে, দু’দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে উন্নত হয়েছে, এবং দ্বিপাক্ষিক সহযোগিতা ফলপ্রসু হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র:অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.