মোঃ ছানোয়ার হোসেন, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাধীন কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
এছাড়াও নবনির্বাচিত ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার ভূইয়া, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত -এ খুদাসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল)তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, ট্রাফিক পরিদর্শক মীর আনোয়ার, সকল ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী এ খেলায় আলগী ইউনিয়ন একাদশকে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয় ঘারুয়া ইউনিয়ন একাদশ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.