মোঃ সানোয়ার হোসেন, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় ১২০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদের সার্বিক তত্বাবধানে এসআই গোলাম কিবরিয়ার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করে গতকাল (১৫ জুলাই) রাত ১১ ঘটিকায় ভাঙ্গা পৌরসভাধীন কৃষি মার্কেটের বিপরীতে অবস্থিত মদিনা হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ লিমন শিকদার (৩৩) নামে এক যুবককে আটক করা হয়।
আটককৃত লিমন শিকদার ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা গ্রামের লুৎ ফর রহমানের ছেলে বলে জানা গেছে।
আটককৃত আসামীর (লিমন শিকদার) বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.