ভাঙ্গা মনের ভালোবাসা
মোর্শেদা চৌধুরী এ্যানি
মনের মতো মন না পাওয়াতে শূন্যতায় ভরা জীবন,
নির্জনতায় বসতি স্থাপন আসলেই আসুক না মরণ!
কে তারে খুব অবহেলা করে কে করে ভীষণ নিন্দা,
এসব নিয়ে কিছু যায় আসে না নেইও তাতে চিন্তা ।
ফুলের পাঁপড়ি ঠিক সুগন্ধ ছড়াবে পাখিরা দিবে সুর,
আকাশ দিবে চাঁদ-তারা আর বাতাস করবে ব্যাকুল!
সাগর দিবে হাজার ঢেউ আর নদী মিলাবে মোহনায়,
বেঁচে থাকার আসা ছেড়েছি কষ্ট পাওয়ার যাতনায়।
এখানে আঘাত ওখানে আঘাত ঝড়ো পাতার মতো,
কোনো স্থানে ঠাঁই মিলেনি যোগ্যতার মাপকাঠি শত।
রক্ত চোষা নৃশংস পশুরা কেড়ে নিয়ে যায় স্বাধীনতা,
রিক্ত সিক্ত দেহ মনটা আটকা রয়েছে পরাধীনতায়!
সব জেনেও মোর ভাঙ্গা মনে উঁকি দিয়েছো চুপি চুপি,
তোমার জ্যুথির ভালোলাগা ঘুম কেড়ে হায় লুকোচুরি
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.