১৭ই অক্টোবর: ভারতের মুম্বাইয়ে নতুন করে কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে তাইওয়ান। আর সে-ঘোষণা আমলে নিয়ে, ভারতের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে চীন। গত (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে এমন সকল দেশের, তাইওয়ানের সাথে যে-কোনো ধরণের কর্তৃপক্ষ পর্যায়ের যোগাযোগ ও বিনিময়ের তীব্র বিরোধিতা করে বেইজিং। তাইওয়ানের আলোচ্য ঘোষণা সম্পর্কেও ইতোমধ্যেই চীন তার অসন্তোষ প্রকাশ করেছে এবং ভারতীয় সরকারের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে।
মুখপাত্র মাও বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। আর, ভারত ‘এক-চীননীতি’ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ; এই নীতি চীন-ভারত রাজনৈতিক সম্পর্কের ভিত্তিও বটে। নিজের প্রতিশ্রুতি পূরণ করতে ভারতকে তাগিদ দেয় চীন।
উল্লেখ্য, মুম্বাইয়ে নতুন কার্যালয় হবে মুম্বাইয়ে তাইওয়ানের তৃতীয় এমন ধরনের কার্যালয়।
সূত্র:ওয়াং হাইমানা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.