'ভারতের জলসীমায় দেশটির কোস্টগার্ডের হাতে আটক হওয়া ৭৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। 'তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উড়িষ্যা রাজ্যের পুলিশ। 'ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।'
'এর আগে গত মঙ্গলবার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ওই ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল। আটকের দুই দিন পর পুলিশ জানাল, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।'
'উড়িষ্যার পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন। 'তিনি বলেন, ‘গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করে কোস্টগার্ড। 'এর পর তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিরাপদ স্থানে রাখা হয়েছে।’
'পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘৭৮ বাংলাদেশি জেলেকে যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 'যাচাই শেষ, এখন তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’
'গত মঙ্গলবার ভারতীয় কোস্টগার্ড তাদের জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে। 'কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছ থেকে এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ নামের দুটি ট্রলারসহ বাংলাদেশি জেলেদের আটক করা হয়।'
'দুটি ট্রলারে থাকা ৭৮ ক্রুকে উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে আসা হয়। সেখানে তাদের আলাদাভাবে ভারতীয় কোস্টগার্ড, ক্রাইম ব্রাঞ্চ ও সিআইএফ জিজ্ঞাসাবাদ করেছে।'
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.