১১ই জুলাই ভারতের নিরাপত্তা উপদেষ্টা ও চীন-ভারত সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধি পদে পুনরায় নিযুক্ত হওয়ায়, অজিত ডোভালকে অভিনন্দন জানিয়ে গত মঙ্গলবার একটি বার্তা পাঠান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বার্তায় ওয়াং ই বলেন, চীন ও ভারত বিশ্বের বৃহত্তম জনসংখ্যার উন্নয়নশীল দেশ ও নবোদিত দুই অর্থনীতি। দু’দেশের সম্পর্কের বৈশ্বিক তাৎপর্যও রয়েছে।
অজিত ডোভালের সঙ্গে যৌথভাবে, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করে, সীমান্তের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যেতে নিজের আগ্রহের কথাও প্রকাশ করেন ওয়াং ই।
উল্লেখ্য, ওয়াং ই চীন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্বও পালন করছেন।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.