মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে ৬জন রোহিঙ্গাকে পুশইন করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ তেলিখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রঙ্গনপাড়া সীমান্তের ১১১৯/এমপি পিলার দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ২২বিএসএফ ব্যাটালিয়নের যাত্রাকোনা ক্যাম্পের সদস্যরা ১ জন পুরুষ, ২জন নারী এবং ৩ জন শিশুসহ মোট ৬ জন বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা নাগরিককে ভারত থেকে পুশইন করে।
খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় তাদের আটক করে। বর্তমানে তারা হালুয়াঘাট থানার পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানায়, তারা পূর্বে বাংলাদেশের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করত। পরবর্তীতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ইটভাটা, কৃষিকাজ ও গৃহস্থালির শ্রমিক হিসেবে কাজ করত। সম্প্রতি ভারতের পুলিশ কর্তৃক ব্যাপক ধরপাকড় অভিযানে তারা আটক হয় এবং পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে (৯ অক্টোবর) তাদের কুতুপালং ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.