ভালো আছি
আব্দুস সাত্তার সুমন
আগের থেকে ভালো আছি
একশ টাকা আলু,
বারোশো টাকায় কাঁচামরি
পুরতো মাথার তালু।
চারশো টাকায় বেগুন ছিল
ছিলাম ফকিরের মত,
সবজি, মাছের, ফলের দামের
কেজি হাজার শত।
এখন আলু ত্রিশ টাকায়
টমেটো বিশের ঘরে,
কাঁচামরিচ, তরমুজ পণ্যের
সস্তায় নগর তরে।
আগে ছিলাম বন্দীশালায়
লোহার তলায় কব্জি,
এখন আছি অনেক ভালো
ডুবিয়ে খাই সবজি।
কোথায় ছিল এমন দেশ
চেয়েছিলাম যেমন!
দ্রব্যমূল্য আরো কমলে
ভালো থাকবো কেমন?
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.