খন্দকার তাওরিদ প্রান্ত
কথায় আছে, "নিজে যারে ভালো কয় ভালো সে নয়, লোকে যারে ভালো কয় ভালো সে হয়।" আমরা সচরাচর লোককথায় বিশ্বাসী। সত্যিই ভালো কাজের যেমন তুলনা হয়না, ঠিক তেমনি রাজধানীতে দেখা মিললো অন্যরকম একটি ভালো কাজের নমুনা। প্রতিদিন একটি করে ভালো কাজ করলেই এই হোটেল থেকে মিলবে বিনামূল্যে ভালো খাবার। এই উদ্যোগে কর্মরত এসকল ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, তারা দৈনিক দশ জন মেম্বার মিলে দৈনিক ১০ টাকা করে চাঁদা দিয়ে নিম্নোক্ত যে সকল ভালো কাজ গুলো করে থাকে সে সকল ভালো কাজ গুলোকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়েছে। তারা মূলত যে সকল ভালো কাজ করে থাকে তার বিবরণ মূলক-
১। রাস্তায় থাকা ছিন্নমুল ক্ষুধার্ত মানুষদেরকে প্রতিদিন ১ বেলা খাবারের ব্যবস্থা।
২। সুবিধা বঞ্চিত ও পথশিশুদেরকে প্রতিদিন টেন স্কুলের মাধ্যমে সু-শিক্ষা দেয়া।
৩। দরিদ্র অসুস্থ শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা।
ভালো কাজের প্রধান শাখা সমূহ - কমলাপুর সহ বনানী, সাতরাস্তা, কারওয়ান বাজার ও খিলগাঁও অঞ্চল থেকে এই ৫টি হোটেলে প্রতিদিন ১২০০-১৩০০ জন ছিন্নমূল ক্ষুধার্ত মানুষ ভালো কাজের বিনিময়ে খাবার পাচ্ছেন। আরো জানা যায়, তাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে ডেইলি টেন মেম্বারদের দেয়া দৈনিক ১০ টাকা হারে মাসিক ৩০০ টাকা চাঁদা এবং শুভাকাঙ্খী দের সহযোগিতার মাধ্যমে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.