এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের আয়োজনে রাঙ্গামাটিতে 'ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ‘ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচী পালনের অংশ হিসেবে বুধবার (১ ফেব্রুয়ারী) রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক ভাষাসৈনিক এ.কে.এম মকছুদ আহম্মদ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সংগঠনের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ।
স্মার্ট বাংলাদেশ ও সর্বস্তরে রাষ্ট্রভাষা বাংলায় প্রচলন শীর্ষক বিশেষ আলোচনা রাখেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, শৈলী কন্ঠের সম্পাদক এম জি বাবর।
পার্বত্য জেলা অঞ্চলিক সমন্বয়ক মোঃ নূরুল ইসলাম এর সঞ্চালনায় রাষ্ট্রভাষা বাংলা চাই, ও মহান মুক্তিযুদ্ধকালীণ সংবাদপত্র ও আজকের স্বাধীনা অর্জনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহ জামাল, সহ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক মোঃ মফিজুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধকালীন সংগঠিত কর্মসফলতায় চট্টগ্রামের আঞ্চলিক স্মৃতিচারণ করবেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন ও মোঃ শরীফ জিন্নাহ। মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনওয়া আল হক, পার্বত্য জেলা পরিচালক মোঃ নাছির উদ্দিন, মোঃ বেলাল হোসেন, মোঃ নাসির উদ্দিন মেম্বার, সুলতান কমরুউদ্দিন, মোঃ নাজিম উদ্দিন,বাবু রবিন্দ্র নাথ, জাহিদুর রহমান মুন্না,মাসুদ রানা রুবেল,রমনা রানী ধর, মর্জিনা আক্তার মনি, আনসার আলীসহ আরো অনেকেই। মানবিকতায় সফল উজ্জীবিত নারী কল্যাণে আলোচনা করবেন- দৈনিক রাঙ্গামাটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক (জয়িতা নারী) সুফিয়া কামাল ঝিমি। সংঠনের পৌরসভা, থানা, উপজেলা, জেলা কার্যকরী পরিষদ, স্থানীয় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, মানবাধিকার উন্নয়নে সফলতায় গুণীজনদের স্মার্ট সম্মাননাপত্র প্রদান ও ভাষা আন্দোলনে মহান মুক্তিযুদ্ধকালীন আত্মদানকারীদের রহমত কামনা ও রাষ্ট্র পরিচালনায় সরকারের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া কারা হয়। এ সময় প্রশাসনিক নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি, সামাজিক, বিভিন্ন জাতীয় গনমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.