ভাষা মোদের মিষ্টি
আব্দুস সাত্তার সুমন
ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ
সহজ করে বলা যায় যে
বাংলায় কথা বলি,
বাংলা আমার নিজের ভাষা
বর্ণমালা গুলি।
মুখের কথায় প্রতিক্ষণি
মধুর আওয়াজ শুনি,
সবুজ রক্ত চাদর হল
মহৎ ত্যাগের ধ্বনি।
ভাষার জন্য জীবন দিলো
মাতৃভাষার তরে,
যৌথ ভাষা শ্রদ্ধা করি
বাংলা ভাষা ধরে।
হাজার হাজার আত্মত্যাগের
আদর মাখা বুলি,
তেপান্তরের ছড়িয়ে দেই
মায়ের ভাষাগুলি।
হরেক জাতের ভাষা এলো
ভালোবাসি দেশটি!
কলম-কালি চলছে বলেই
ভাষা মোদের মিষ্টি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.