টাঙ্গাইলের ভুঞাপুরে পাট ও উফসি আউশ ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পাট অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বেলাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার ভূঞাপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হাসান ছোট মনির (এমপি) জাতীয় সংসদ সদস্য টাঙ্গাইল ২ (গোপালপুর- ভুঞাপুর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্গিস বেগম উপজেলা চেয়ারম্যান ভূঞাপুর, মনিরুল ইসলাম বাবু ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ ভুঞাপুর, আলিফ নূর মিনি মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ভুঞাপুর, মুহাম্মদ ফরিদুল ইসলাম অফিসার ইনচার্জ ভূঞাপুর থানা, কৃষিবিদ ডঃ হুমায়ুন কবির কৃষি কর্মকর্তা ভূঞাপুর, তাহেরুল ইসলাম তোতা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ ভূঞাপুর।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.