ভুল বানানের পরিসংখ্যান
উত্তম কুমার দাস
কয়েকটা বানান শুধরে নিলাম।
বানানগুলো অভিধানে নেই...
এখানে ব্যাকরণগত কোন ত্রুটিও ছিল না।
বানানটা ছিল - সম্পর্ক
বানানটা ছিল - সম্পর্কে
সেবার ফিরতে চেয়েছিলাম ব্যাকরণ এর খাতায়...
শিখতে চেয়েছিলাম কিছু নির্ভুল বানান।
কিন্তু বারবার ভুল হয়ে যায় ভাবের মাঝে....
চোখের সামনে দিয়ে চলে যায় শব্দের সারি..
আমি স্থির দৃষ্টিতে অপেক্ষা করি।
অপেক্ষা কি আক্ষেপের নামান্তর!
নাকি কিছু ভুল বানানের পরিসংখ্যান।
আর জন্মে আমি একটা ব্যাকরণ বই হতে চাই!
আর যদি এই জন্মের পুণ্যফলে একটা অভিধান হই.......
তখন তুমি আমাকে মুখস্থ কোরো...
আমি সতর্ক থাকবো
আর বানান ভুল হবেনা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.