ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বেলাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। এর আগে ভূঞাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ভারই ও ফলদা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো ভারই গ্রামের মোকছেদ মিয়ার ছেলে মিল্টন (৩৫), কালিহাতি উপজেলা ঘরিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে রিপন (২৮), এদের ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়। অপর ২ জন উপজেলার ফলদা গ্রামের আঃ ছালাম মিয়ার ছেলে গোলাম মোস্তফা (২৭), একই গ্রামের নূরুল ইসলামের ছেলে শাহিন মিয়া(৩০) কে ৬ মাসের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন জানান, মাদক সেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ ৪ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পর্যায়ক্রমে ১বছর ও ৬ মাস করে কারাদণ্ড ও জন প্রতি ১শ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.