প্রেস রিলিজ
চট্টগ্রামে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে "তারুণ্যের উৎসব- ২০২৫" শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশন এর প্রতিনিধি এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.