প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:২৯ পি.এম
ভোট দিতে এসে প্রান হারালেন মোটর শ্রমিক সদস্য
শাহিনুর রহমান পিন্টু:
ভোট দিতে এসে প্রান হারালেন নুর ইসলাম সজল (৫৫) নামের এক মোটর শ্রমিক সদস্য। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের সদস্য। বুধবার ইউনিয়নটির ত্রি-বার্ষিক নির্বাচনে কালীগঞ্জে ভোট দিতে এসে তার মৃত্যু হয়। মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের চান মিয়ার পুত্র নিহত নুর ইসলাম খালিশপুর বাস কাউন্টারের ষ্টাটার হিসাবে কর্মরত ছিলেন।
সাধারন শ্রমিকরা জানায়, ৫ই ফেব্রয়ারী বুধবার ছিল শ্রমিক সংগঠনটির ত্রি-বাষিক সাধারন নির্বাচন। এদিন ভোট দিতে কালীগঞ্জে বাসটার্মিনালে ভোট কেন্দ্রে আসেন শ্রমিক নুর ইসলাম। ভোট চলাকালীন সময়ে বিকাল তিনটার দিকে ভোট কেন্দেই্র অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এ সময় সাধারন শ্রমিকরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন চিকিৎসা দেবার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ শিশির কুমার জানায়. বিকাল সাড়ে ৩ টার দিকে গুরুতর অসুস্থ্য এক শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাকে অক্রিজেন দেবার আগেই মৃত্যু হয়। তিনি জানান, সম্ভবত গরমে হার্ট এটার্কে তার মুত্যু হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.