ভোলা প্রতিনিধিঃ "উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়" এ স্লোগান কে সামনে রেখে ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ সকালে ভোলা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পড়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা সমাজসেবা কার্যলয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.