ভোলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় দুটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভোলার লালমোহন ও তজুমদ্দিন দুই উপজেলায় দুটি মডেল মসজিদ প্রধানমন্ত্রীর পক্ষে উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন,ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.