ভোলা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং যুগীরঘোলের বধ্যভ‚মিতে পুস্পস্তবক অর্পণ করা করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনগুলো পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের স্মরণ করেন। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া জেলা প্রশাসনেরর সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.