প্রেস রিলিজ
ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অবৈধ সিমেন্ট, ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেল সহ ১২ জন মাদক পাচারকারি আটক।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ১ টা হতে সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া সোলাইমান ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় দুটি ফিশিং বোট তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬৭ হাজার ৬৫০ টাকা মূল্যের ৬৪৫ বস্তা সিমেন্টসহ ১১ জন পাচারকারিকে আটক করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা এবং ১টি মটরসাইকেলসহ আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ কার্যকলাপ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.