বুধবার সকালে বাঘাইছড়ি কাচালং নদীর ঘাটে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়।
তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে কাচলং নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।
দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সানন্দের প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে।
ফুল বিজু উপভোগ করতে কাচালং নদীর দু'পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে এ ফুল বিজু পালনের মধ্যেদিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
কাচালং নদীতে ফুল ভাসাতে আসা বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, আজ আমাদের খুব খুশির দিন। শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন এজন্য আমি নদীর জলে ফুল ভাসাই।
বিজু আয়োজক কমিটির লোকদের সাথে কথা বলে জানাযায়, তিনদিন ব্যাপী বিজু উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.