চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মিসরের সফররত পররাষ্ট্রমন্ত্রী বাদের আব্দুল আতি, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, এক যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। এ সময় ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্য সমস্যার রাজনৈতিক সমাধান কাম্য।
তিনি বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবিলম্বে সহিংসতা বন্ধ ও মানবিক সঙ্কট প্রশমিত করা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত মেনে চলতে হবে, আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব পালন করতে হবে, এবং মধ্যপ্রাচ্যের জনগণ বিশেষ করে সিরিয়ার জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে।
ওয়াং ই বলেন, রাজনৈতিক পদ্ধতিতে সমস্যার সমাধান করতে হবে; সংলাপ ও আলোচনা পুনরুদ্ধার করতে হবে; নিরাপত্তা পরিষদকে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে; নিরাপত্তা পরিষদের সকল সদস্যরাষ্ট্রকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে; মধ্যপ্রাচ্যে বাইরের হস্তক্ষেপ এড়িয়ে চলতে হবে; আন্তর্জাতিক সমাজের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করতে হবে।
তিনি আরও বলেন, চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আন্তরিক বন্ধু হিসেবে, অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি, এবং ঐক্য চায়।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.