উৎপল ঘোষ, যশোর প্রতিনিধিঃ
যশোর মনিরামপুর উপজেলায় ১৭ ডিসেম্বর জাতীয় পার্টির দ্বিতীয় বার্ষিক সম্নেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিমের নেতৃত্বে প্রথমে প্রধান প্রধান সড়কে র্যালিটি প্রদক্ষিণ করে। দ্বিতীয়বার্ষিক সম্মেলনে মনিরামপুর উপজেলা ১৭টি ইউনিয়ন থেকে পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া ভক্তবৃন্দ এই র্যালিতে অংশগ্রহণ করেন।র্যালিতেশ্লোগান ছিলো জিওম কাদেরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।
নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও মনিরামপুর উপজেলা থেকে সংসদ সদস্যকে বিজয়ী করার জন্য সকলের কাছে নাঙ্গল প্রতিকের জন্য ভোট দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.