কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলায় হারুনর রশীদ নামের এক ব্যাক্তি গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন। হামলার ঘটনায় কুমিল্লার আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কেয়ারী গ্রামের মোঃ দেওয়ানে ছেলে ওমর ফারুক পূর্ব শত্রুতার জেরে ওইদিন একই গ্রামের হারুনর রশীদ এলাকার দোকান থেকে বাড়িতে ফেরার সময় তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এসময় তার চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে ওমর ফারুক তার দলবল নিয়ে পালিয়ে যায়। স্থানিয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
হারুনর রশীদের স্ত্রী রায়হান বেগম জানান, পূর্বের একটি হত্যা মামলার আসামী ওমর ফারুকের নেতৃত্বে হাওড়ার দুলাল মিয়ার ছেলে রাসেল, ফয়েজ মিয়ার ছেলে হৃদয়, আবদুল, আরাফাতসহ বেশ মিলে হামলা চালায়। তারা ওই মামলার স্বাক্ষী হিসেবে আমাদের সন্দেহ করে এই হামলা চালায়। হামলার সময় আমার স্বামীর কাছে থাকা ২লাখ টাকাও ছিনিয়ে নেয় এবং যে কোন সময় আমার স্বামীর প্রাণনাশ করার হুমকিও দিয়েছে। এ ব্যাপারে আমরা কুমিল্লার আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.