গত ৮ই মে (বৃহস্পতিবার) সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মস্কোর ক্রেমলিন প্রাসাদে বৈঠক করেছেন।
সি চিন পিং বলেন, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে তিনি আবারও রাশিয়া সফর করতে পেরে এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই আনন্দিত।
সি চিন পিং বলেন, ইতিহাস ও বাস্তবতা পুরোপুরি প্রমাণ করেছে যে, টেকসই চীন-রুশ সম্পর্ক উন্নয়ন ও সম্প্রসারণ করা দু’দেশের জনগণের মৈত্রী এগিয়ে নেওয়ার উপায়। যা আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা এবং বিশ্ব পরিচালনা ব্যবস্থার সংস্কার জোরদার করার দাবি।
সি চিন পিং উল্লেখ করেন, চলতি বছর হল চীনা জনগণের জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ জয়ের ৮০তম বার্ষিকী। ৮০ বছর আগে চীন ও রুশ জনগণ মহান জয় অর্জন করেছিল এবং বিশ্বশান্তি ও মানবজাতির উন্নয়নে ঐতিহাসিক অবদান রেখেছিল।
বর্তমান বিশ্বে একতরফাবাদ ও আধিপত্যবাদ মাথাচাড়া দিয়েছে। চীন রাশিয়ার সঙ্গে বড় দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের দায়িত্ব পালন করবে, যৌথভাবে জাতিসংঘের অবস্থান ও ভূমিকা রক্ষা করবে এবং দৃঢ়ভাবে চীন, রাশিয়া ও ব্যাপক উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষা করবে।
সূত্র : শুয়েই-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.