ছাংচেং-২এফ ইয়াও-২২ ক্যারিয়ার রকেট দিয়ে শেনচৌ-২২ মহাকাশযান ২৫ নভেম্বর, (মঙ্গলবার) দুপুর ১২টা ১১মিনিটে চীনের কানসু প্রদেশের চিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে, পরে পূর্বনির্ধারিত পদ্ধতি অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হবে।
শেনচৌ-২২ মহাকাশযান মানববিহীন। এতে মহাকাশ খাদ্য, ওষুধ, তাজা ফল ও শাকসবজি, শেনচৌ-২০ মহাকাশযানের পোর্টহোল ফাটল মেরামতের জন্য যন্ত্র, এবং মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছে।
এটা চীনের মানববাহী মহাকাশ কর্মসূচি শুরু পর কে ৩৮তম এবং প্রথম জরুরি উৎক্ষেপণ।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.