মোঃ রায়হান
ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা
মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ভটভটি আরোহী জিল্লুর রহমান (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ভুটভুুটি চালক সুলতান হোসেন (২৮)। শুক্রবার বিকেল ৪ টার দিকে শিবগঞ্জ বাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান উপজেলার সফাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে ও আহত সুলতান হোসেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর থেকে ভুটভুটি নিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিবগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ড্রাম ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ভুটভুটিটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ভুটভুটিতে থাকা জিল্লুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় সুলতানকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.