মনিহার মনি, ঢাকা
মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) র সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড সামাদ।
এতে উপস্থিত ছিলেন ৫ দলীয় বাম জোটের শরিক দল বিপ্লবী কমিউনিস্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি তালেবুল ইসলাম, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সমতা পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ্যা কমরেড সামছুল হক সরকার, সচেতন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড জামিরুল রহমান ডালিম মো: নুরুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্য কমরেড সামাদ বলেন
আজকে মহান মে দিবস বিশ্বের নিপিড়ীত জনগন তাদের অধিকার আদায়ের লড়াই করতে সারা বিশ্বে রাজপথে নেমে এসেছেন। সারা বিশ্বে ১০ ভাগ লোক লুন্ঠন করছে ৯০ ভাগ লোককে। সেই লুন্ঠন আার করা সম্ভব হবে না কারন কৃষক শ্রমিক মেহনতী মানুষ এখন সচেতন হয়েছে। লুন্ঠন কারীদের দিন শেষ। শোষন লুন্ঠন মুক্ত বিশ্ব এখন সময়ের দাবি।
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব সচিবালয় পল্টন বিজয়নগর কাকরাইল ঘুরে পল্টন পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করেন সমাবেশের সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.