ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের হাত বিচ্ছিন্ন হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নিমতলা গ্রামের আরিফুল ইসলামের ছেলে মুন্না(২১) মোটরসাইকেল যোগে নানি বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া প্রাইমারি স্কুলের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে মুন্নার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মহেশপুর ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নেয়। পরে তাকে যশোর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত মুন্নার পিতা জানায়, বর্তমানে তারা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক। ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.