মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে গাজীপুরে মাওলানা রইস উদ্দিন কে হত্যার প্রতিবাদে বরুড়া পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল বের করে।
৩০ এপ্রিল ২৫ ইং বিকাল ৩ টার সময় বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিল টি মাদরাসা থেকে বের হয়ে বরুড়া পৌর সদর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বরুড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি মাওলানা আলী আকবর ফারুকী, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম এম,এ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শাহজাহান ছিদ্দিকী বক্তব্য রাখেন। এ সমায় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরী, ওলামা দলের পৌর কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী,বাংলাদেশ ইসলাম ফ্রন্ট বরুড়া পৌরসভা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বরুড়া উপজেলা শাখা সভাপতি মোঃ মোস্তফা রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশাল এ মিছিল টি পুনরায় মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.