সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজায় মাছের খাদ্য বহনকারী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) ভোর তিনটার দিকে মেঘনা সেতুর টোলপ্লাজার কাছে মাছের খাদ্য বহনকারী একটি পিকআপ ট্রাক থেকে এসব মাদক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত তরুণ জুয়েল মিয়া (২৭) কুমিল্লার আলেখারচর এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি পিকআপ ট্রাকে অভিযান পরিচালনা করে মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারকালে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এসময় ট্রাকে তল্লাশি করে অনেকগুলো মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা হতে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.