মোঃ মিরাজ, ঢাকা
মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার কুতুবপুর ইউনিয়নে শেখ হাসিনা তাৎপল্লীর ভূমি অধিগ্রহণে ভুয়া কাগজপত্র বানিয়ে ব্যক্তিমালিকানা জমি দেখিয়ে তৎকালীন সার্ভেয়ার মাইনুল এর মাধ্যমে তুলে নেয় ১কোটি ৯৩ লক্ষ্য টাকা করিম খা নামক ব্যক্তি।
মাদারীপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা হইতে গত ২১-০৬-২০২০ ইং তারিখে এল এ চেক নং 141491, করিম খা, পিতা মৃত শুকুর খা , ঠিকানা শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন, বর্তমান ঠিকানা:-গ্রাম জসিলদা, থানা লৌহজং, জেলা মুন্সিগঞ্জ,ব্যক্তি তৎকালীন সার্ভেয়ার মাইনুল এর সহযোগিতায় কুতুবপুর মৌজার তিনটি খতিয়ানে বি আর এস, ভুয়া পর্চা বানায় যাহার খতিয়ান নং-১৩১৭-১৮৮২-৫৫৫, চারটি দাগে কম্পিউটারের মাধ্যমে নিজ দাদার নাম বসিয়ে এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদ হইতে ওয়ারিশ সার্টিফিকেট উত্তোলন করেন ও মাদারীপুর ডিসি অফিসের এল এ শাখা হইতে ভূমির ক্ষতিপূরণ বিল উত্তোলনের ক্ষেত্রে সকল ভুয়া কাগজপত্র তৈরি সহ সকল ধরনের সহযোগিতা করেন তৎকালীন সার্ভেয়ার মাইনুল। অনুসন্ধানে দেখা যায় তিনটি খতিয়ানের বি আর এস পর্চায় বৈধ মালিক (১) ১০৬৭৫ দাগে মজিদ শিকদার, পিতা:- মৃত মনরউদ্দিন শিকদার(২) ১০৬৭৪ দাগে আব্দুল হামিদ খা,পিতা :-মৃত পবন খা (৩)১০৬৯৭ ও ১০৭০০ দাগে রেক ডীয় মালিক, লাল মিয়া, পিতা:- মৃত ইলামউদ্দিন তালুকদার, জালিয়াত ও দুর্নীতিবাজরা উল্লেখিত বি আর এস পর্যায়ে কম্পিউটারের মাধ্যমে করিম খাঁ ব্যক্তির দাদার নাম দুলাল খা, পিতা:- কেফাতুল্লা খা, নামক ব্যক্তির নামে ভুয়া কাগজপত্র বানিয়ে ও কুতুবপুর ইউনিয়ন হইতে ওয়ারিশ সার্টিফিকেট উত্তোলন করিয়া ডিসি অফিসের এল এ শাখার কর্মকর্তাদের সহযোগিতায় সরকারি প্রকল্পের এক কোটি ৯৩ লক্ষ টাকা আত্মসাৎ করেন। অনুসন্ধানে আরো জানা যায় তিনটি খতিয়ানের বি আর এস পর্চায় যারা বৈধ রেকডীয় মালিক, তারা প্রত্যেকেই পরবর্তীতে সময়ের ব্যবধানে মাদারীপুর ডিসি অফিসের এল এ শাখা হইতে উল্লেখিত ভূমির ক্ষতিপূরণ বিলের চেক উত্তোলনে ব্যর্থ, দীর্ঘ তিন বছর যাবত মাদারীপুর ডিসি অফিসে যোগাযোগ করেও কোন লাভ হয়নি ভুক্তভোগীদের অভিযোগ শেখ হাসিনা তাৎপল্লী প্রকল্পে নিজেদের ভূমি স্ব ইচ্ছায় দেওয়ার পর দীর্ঘ সময় বছর পেরিয়ে গেলেও আমরা ক্ষতিপূরণ বাবদ একটি টাকাও পাইনি উক্ত বিষয় দুই বছরের অধিক সময় অতিক্রম হওয়ার পরেও মাদারীপুর জেলা প্রশাসক এ বিষয় কোন ধরনের আইনগত ব্যবস্থা নেয়নি। উল্লেখিত অনিয়মের বিষয় মাদারীপুর ডিসি অফিসের এল এ শাখার অতিরিক্ত জেলা প্রশাসক, ঝোটন চন্দ কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আগামী কার্যদিবসে অফিস চলাকালীন সময়ে সমস্ত কাগজ পত্র যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.