সুইটি আক্তার, মাদারীপুর
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকা থেকে বিকাল সাড়ে ৫ টায় বিভিন্ন থানায় এজাহারভুক্ত ১২টি মামলার আসামি শামসুকে গ্রেফতার করেছে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব ৮।
জানা যায়, গত ২৭ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার মৃত হাসেম ফকিরের ছেলে মোনাচ্ছের ফকিরের দোচালা টিনের ঘরে মধ্যে বিস্ফোরক দ্রব্য হাতবোমা (ককটেল) প্লাস্টিকের ব্যাগে রেখে যায় শামসু ও তার লোকজন। পরে ৩০ আগস্ট রাত ৮টার দিকে সেই হাতবোমাটি মোনাচ্ছের ফকিরের ঘরে বিস্ফোরণ হয়।
এ ঘটনায় কোপা শামসুর বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি মামলাসহ ১২টি মামলা রয়েছে।
র্যাব-৮ এর মাদারীপুরের ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেফতার কৃত আসামি সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খোরশেদ সরদারের ছেলে। শামসুল সরদার (৫২) নামের ব্যক্তি কে স্থানীয়রা কোপা শামসু বলে ডাকে ও চিনে। তিনি দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করেও আসছে, স্থানীয়রা তার বিরুদ্ধে নানা অভিযোগ দিলেও আটক হয়নি, পরে র্যাবের চৌকস একটি দল তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.