স্টাফ রিপোর্টার
মাধবপুরে মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় আটক ও মুক্তির দাবীত গণসমাবেশ করেছে এললাকাবাসী।
ষ্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ ডেফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট এর মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করার প্রতিবাদ ও মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে গণসমাবেশ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে হবিগন্জের মাধবপুরের চৌমুহনীতে উক্তগণসমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন ২৯ নং ওয়ার্ডের ভুরুলিয়া গ্রামের মোঃ ফারুক মিয়ার মেয়ে রেহানা আক্তার (৪০) সাথে স্থানীয় শিক্ষা কর্মকর্তা মোঃ রফিজ উদ্দিন এর পরকীয়া প্রেমের সম্পর্ক হয়।
এ ঘটনা জানাজানি হলে রফিজ অবসর জনিত কারনে এলাকায় চলে যায়। পরে তার প্রতিবেশী সাইফুলে সহযোগিতায় রেহানার সাথে যোগাযোগ করতে থাকেন।
এর মধ্যে সাইফুলের সাথে রফিজ উদ্দিনের মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটনা লেজে গোবরে সৃষ্টি হলে রেহানার ফেইসবুক আইডি থেকে বিভিন্ন ব্যাক্তির ছবি অঙ্গভঙ্গি জোড়া লাগিয়ে আপত্তিকর দৃশ্য তৈরি করে অপপ্রচার করে।
এ ঘটনায় রফিজের স্ত্রী নাজমা বেগম রেহেনার বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে অভিযোগ দাখিল করেন।
ওই মামলায় পুলিশ তাসনিম জান্নাত জুুই এর প্রেমিক ও ডেফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট এর মেধাবী ছাত্র সাইফুল ইসলামকে আটক করে।
জানা গেছে, রেহানার মোবাইল ও সিম কার্ড সাইফুল ইসলাম নামে রয়েছে।
কয়েকদিন পর ছেলে ইয়াসির আরাফাত রেহানার মোবাইল ফোন সীমসহ চুরি করে ওই নামে নিজস্ব সীমে পৃথক ফেইসবুক একাউন্ট আইডি থেকে নিজস্ব বুদ্ধিমত্তায় আপত্তিকর দৃশ্য মন্তব্য প্রকাশ ও প্রচার করার কারনে তাহা প্রতিবেশীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এলাকাজুড়ে ব্যাপক প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠে যা দোকানে হাটে মাঠে আলোচনা ঝড় উঠেছে। ঘটনা সরেজমিন তদন্তনাধীন দায়িত্ব প্রাপ্তকর্মকর্তার অবহেলা ও গাফিলতির কারনে মেধাবী ছাত্র সাইফুল ইসলাম বিনা দোষে জেল হাজতে রয়েছে বলে উক্ত গণসমাবেশে এলাকাবাসী বক্তৃতা করছেন। স্থানীয় মুরব্বি মৌলভী আকিল উদ্দিন গণসমাবেশে বলেন,সাইফুল একজন গরীব পরিবারে বেড়ে উঠছে মেধাবী হয়ে। সততা ও ভাল মানুষকে মিথ্যা হয়রানীর তীব্রতা প্রতিবাদ এলাকাবাসীর পক্ষে আজ সবাই একমত, বিনা অপরাধে আটক সাইফুলকে মুক্তিদানে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানান। আমরা জেনেছি মাধবপুর থানাপুলিশ যথাযথ খোঁজখবর না নিয়ে মনগড়ামত সাজানো মিথ্যা অভিযোগ প্রমানে কয়েক স্বাক্ষরহীন পরিচয়হীন ব্যাক্তিগনের নাম পরিচয় ব্যাবহার করে মিথ্যা তথ্য বিভ্রাট সংযোজন করে ৬ মার্চ ২৫ইং মাধবপুর থানার মামলা নং ১০/৯৩ পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ৮(১),৮(২),৮(৩) ধারায় রুজুকৃত। গত ৯ সেপ্টেম্বর /২৫ইং মুল আসামী রেহানা আক্তার রেহানাকে অভিযোগ হতে অব্যাহতি দিয়ে অহেতুক বেড়াজালে আটক সাইফুল ইসলামে অভিযুক্ত করে চড়ান্ত প্রক্রিয়া করার হীন চক্রান্ত করেছেন বলে সাইফুল ইসলামের বড় ভাই মোঃ জহিরুল ইসলাম উক্ত গণসমাবেশে দাবী করেছেন। ঐক্যবদ্ধ হয়ে উক্তগণসমাবেশে এলাকাবাসী জানান প্রশাসনের সহায়তা চাই, নিরপরাধ মেধাবী সাইফুলকে শর্তহীনভাবে বেকসুর খালাস ও মুক্তিদানের দাবী করা হয়। এহে অপ্রীতিকর কাজের প্রতিবাদ ও আসল ঘটনা উদঘাটনে প্রশাসনিক পদক্ষেপ দাবী করেছেন স্থানীয় সু শীল সমাজপতিরা। এ ছাড়াও কয়েকটি মানবাধিকার কর্মীদের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়ার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন। অপরদিকে ওই ঘটনায় সঠিক তদন্তমুলক সু বিচারের দাবীতে গত ২ ডিসেম্বর সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট রেন্জ( ডি আই জি) বরাবর পৃথক অভিযোগ দাখিল করা হয়। গণসমাবেশেটি চৌমুহনী বাজারে বিভিপথ প্রদক্ষিণ করে সাইফুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.