মানবতার আর্তচিৎকার
শাহজালাল সুজন
মানবতার লুণ্ঠন হচ্ছে
নশ্বর ধরার বুকে,
মানুষ এখন স্বার্থ নিয়ে
থাকতে চায় যে সুখে।
হৃদপিণ্ড টা পুড়ে কালো
চিৎকার হৃদয় ঘরে,
গুমোট বাধা ধোঁয়ার জালে
বিবেক গুলো মরে।
আবেগ এখন রঙিন ফানুস
হৃদ আকাশে উড়ে,
বিবেক গুলোর আত্মচিৎকার
দেহ কবর জুড়ে।
যৌবন কিংবা বার্ধক্য কাল
জীবন নদীর বাঁকে,
শেওলার মতো ভেসে জীবন
কূল কলঙ্কে থাকে।
মানুষ নামক জন্ত গুলো
হৃদয়হীনা জাতি,
স্বার্থের জন্য প্রিয়জনের
নিভায় সুখের বাতি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.