মো: বেলায়েত হোসেন, শেরপুর
।
"আন্তরিকতায় পাশে থাকুন দুর্নীতিমুক্ত দেশ গড়ুন" এই স্লোগানকে সামনে রেখে ২০১২ সালে থেকে সরকারের নিবন্ধন প্রাপ্ত হয় স্কাইটার্চ সোসাইটির মানবাধিকার বিষয়ক কার্যক্রম "আমাদের আইন"। তার সাথে সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিদপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে সারা বাংলাদেশের ন্যায় শেরপুর জেলাতেও অসহায় দুঃস্থ মানুষকে আইনি সেবা এবং মানবাধিকার রক্ষার জন্য নিরলস ভাবে কাজ করে আসছে "আমাদের আইন"।
সেই ধারাবাহিকতায় ও গতকাল ২১ এপ্রিল বটতলা শেরপুর জেলা কার্যালয়ে রাত্রি ৮ :৩০ মিনিটে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন পূর্বের বিলুপ্ত হওয়া কমিটির সেক্রেটারি ও বর্তমানের কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মোঃ নাজমুল আলম।
জেলা কমিটি গঠনের জন্য দ্বিতীয় অধিবেশন এর সভাপতি করেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর পরিচালক তৌহিদুর রহমান পাপ্পু।
ঝিনাইগাতী উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় উপস্থিত সদস্যদের মধ্য থেকে প্রস্তাব ও সমর্থন আকারে মোঃ নাজমুল আলম কে চেয়ারম্যান, মোঃ আলমগীর হোসেন কে সেক্রেটারি ও খাইরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সর্বসম্মতিক্রমে মনোনীত হন।
উপস্থিত সকলের স্বাক্ষর এবং সবার কার্য বিবরণী ঢাকা সেন্ট্রাল কমিটিতে অনুমোদনের জন্য প্রেরণ করা হলে ২১ এপ্রিল সেন্টার কমিটি নব গঠিত শেরপুর জেলা কমিটির আংশিক কমিটি অনুমোদন এবং আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পূণার্ঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে।
মানবাধিকার সংস্থা "আমাদের আইন" এর নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল আলম গণমাধ্যমকে জানান পূর্বের থেকে আরও গতিশীল ভাবে মানবাধিকার রক্ষায় কাজ করবে "আমাদের আইন"
সেই সাথে ফিলিস্তিনে গণহত্যার বন্ধের জন্য ইজরাইলকে প্রতিরোধ করার নিমিত্তে সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদের উপবদ্ধভাবে হস্তক্ষেপ করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির পরিচালনার কথা উল্লেখ করেন সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.