স্টাফ রিপোর্টার
বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় মানবাধিকার সোসাইটি আয়োজিত আলোচনা সভা ১০ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের শহীদ সফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন।
সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক চেতনা জাগ্রত করাই আজকের প্রধান চ্যালেঞ্জ।” তিনি মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা শুধু আইনের বিষয় নয়; এটি মানুষের চেতনা, নৈতিকতা ও সামাজিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।
অনুষ্ঠানের উদ্বোধক কবি, সাংবাদিক ও সাংবাদিক রাজু আলীম বলেন, মানুষের মর্যাদা রক্ষার সংগ্রাম চলমান; গণমাধ্যম মানবাধিকার চর্চার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
গেস্ট অব অনার হিসেবে রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আ ন ম মেশকাত উদ্দীন এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা মানবাধিকার সংরক্ষণে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সাহিত্য ও মানবকল্যাণে অবদান রাখার জন্য সুফী কবি অনন্ত মৈত্রী এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এ জেড এম আনারুল করিমকে হিউম্যান রাইটস ফেলো প্রদান করা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সমন্বিত উদ্যোগ জরুরি। আলোচনা শেষে মানবাধিকার অঙ্গীকার গ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, দিবসকে কেন্দ্র করে সারাদেশে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.