মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিক খালী বাজার কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী শাহানশাহ্ সোহেলের প্রচার প্রচারণা শুরু করেছেন।
আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন সাধারণ সম্পাদক পদে প্রার্থী শাহ্ মোঃ শাহানশাহ্ সোহেল।
তিনি ঘোড়া মার্কায় নিয়ে মানিক খালী বাজারের সকল দোকানদারে কাছে দোয়া চেয়েছেন এবং ভোটারদের কাছে ভোট চেয়েছেন।
এসময় তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সকল ভোটারদের সমর্থনে যদি জয় যুক্ত হই তাহলে মানিক খালী বাজারে উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি সকল ধরনের সুযোগ সুবিধা বিক্রেতা ও ক্রেতারা পাবেন।
তিনি আরো বলেন, মানিক খালী বাজারটি সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং সকালে একটি ভোরের বাজার করা হবে।
একটি সাপ্তাহিক হাট ও পাঠ মল এবং ধান মল করা হবে। তিনি বলেন মানিক খালী বাজারে খাজনা মুক্ত সুবিধা দেওয়া হবে বিক্রেতা ও ক্রেতাদের। এছাড়া মানিক খালী বাজারে একটি বণিক সমিতির অফিস করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.