মানুষ কই
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা, ভারত
তুমি যদি হিন্দু হও আমি হই মুসলমান
বন্ধু তোমার বৌদ্ধ হলে আত্মীয় যদি খ্রিস্টান
তা হলে মানুষ কই ?
মসজিদ মন্দির গির্জা প্যাগোডায়
ব্যস্ত রয়েছে সবে, স্বর্গে যাওয়ার উৎসবে
ওই দেখো বানাচ্ছে বিশাল মই।
গাছতলায় বসে মানুষ কাঁদে
মায়ের বুকে শিশু,
এ কান্না দেখে পাষান গলেনা বুঝি
আহারে আল্লাহ ভগবান যীশু!
পাথরের গায়ে দুধের ফোয়ারা
গাছ তলাতে সুমিষ্টি ফল,
কবরে শ্মশানে আলোর রোশনাই
খুশি আর আনন্দের কোলাহল।
ধর্ম দিয়ে অধর্মের বিস্তার
অন্ধ মূর্খ যাযাবর,
মানুষে মানুষে ফারাক করেছে
অনেক দুস্তর।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.